বঙ্গবন্ধুর খুনিরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল....আ.স.ম ফিরোজ এমপি

বঙ্গবন্ধুর খুনিরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল....আ.স.ম ফিরোজ এমপি

দেলোয়ার হোসেন, বাউফল: সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুনি মোস্তাকসহ সকল খুনিরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। সেদিন ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর স্বপরিবারে সকলকে হত্যা করেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় তাদেরকে হত্যা করতে পারেনি । কিন্ত তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে দিননি । মুক্তিযুদ্ধের চেতনাকে কেহ যেন ধ্বংস করতে না পারে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে । মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে জাজীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধু দেশের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। তার সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করতেছেন । জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। সংবিধান কেটে ছিড়ে ইনডেমিনিট আদেশ জারি করে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের বিচারের পথ বন্ধ করা হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কার করেছিল জিয়াউর রহমান। ১৯৯৬ সালে আ’লীগ সরকারে আসার পর তা বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের দেশের প্ররচলিত আইনের মাধ্যমে বিচারের আওতায় এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব হাওলাদার,আ’লীগের সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মোশারেফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, ওসি এটিএম আরিচুল হক আ’লীগের সহসভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম,আ’লীগের সিনিয়র যুগ্ন সম্পাদক আনিচুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান প্রমুখ।
অপরদিকে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে ও উপজেলার প্রতিটি ইউনিয়নে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি এর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বাউফল পাবলিক মাঠে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে এবং বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও পৌরমেয়র জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে কালিশুরী বাজারে আ’লীগ নেতা হাসীব আলম তালুকদারের নেতৃত্বে পৃথকভাবে আ’লীগের জাতীয় শোক দিবস পালিত হয়।